মন্ত্রিসভার বৈঠকে গোলাঘাটি পার্কে সোসাইটির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। গোলাঘাটি পার্কটিকে দেখাশোনার জন্য একটি সোসাইটির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ সম্পতি মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ গ্রামীণ পর্যটন এর উপর ভিত্তি করে গড়ে উঠা জম্পইজলা ব্লকের দয়ারামপাড়া এডিসি ভিলেজের অন্তর্গত ভক্তঠাকুর পাড়ায় গোলাঘাটি পার্কটির উদ্বোধন হয়েছিল ২০১৭-এর ১০ অক্টোবর৷ তথ্য ও সংস্ক’তি দপ্তরের উদ্যোগে গড়ে ওঠা এই পার্কটি দেখাশোনার জন্য দপ্তরের পর্যাপ্ত কর্মী না থাকায় দপ্তর ’’সোসাইটি ফর ম্যানেজমেন্ট অব গোলাঘাটি পার্ক’’ নামে এক সোসাইটি গঠনের প্রস্তাব দেয়৷

তাছাড়া এই প্রকল্পের নাম ’’গোলাঘাটি রুর্যাল ট্যুরিজম প্রজেক্ট’’ থেকে পরিবর্তন করে ’’সোসাইটি ফর ম্যানেজমেন্ট অব গোলাঘাটি ক’ষক সম্মান পার্ক’’ করার প্রস্তাব দেওয়া হয়৷ প্রস্তাব অনুযায়ী সোসাইটির চেয়ারম্যান হবেন জম্পইজলা বিএসি’র চেয়ারম্যান৷ ২১ সদস্যের এই সোসাইটির ১৭ জন সদস্য হবেন সরকারি আধিকারিক এবং বাকি ৪ জন বেসরকারি সদস্য থাকবেন৷ গোলাঘাটি পার্কের সৌন্দার্যায়ন, রক্ষণাবেক্ষণ এবং পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তোলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাছাড়া, পার্ক-এর দৈনন্দিন খরচের জন্য সোসাইটি দর্শনার্থীদের জন্য নূ্যনতম প্রবেশমূল্য ধার্য্য করবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?