আড়ালিয়ার লোকনাথ পাড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়ার লোকনাথ পাড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত ব্যক্তির নাম রাজ মোহনদাস৷ তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে৷পুলিশকে না জানিয়েই পরিবারের লোকজন রাজতন্ত মৃতদেহটি নামিয়ে ফেলেছেন৷
ঘটনার খবর পেয়ে কলেজ টিলা আউটপোস্ট এর পুলিশ ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ এ ব্যাপারে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷

পুলিশকে না জানিয়ে ঝুলন্ত মৃতদেহ নামিয়ে ফেলার ফলে এলাকার জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ এটি আত্মহত্যা না অন্য কোন রহস্য আত্মগোপন করেছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷এ বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷আড়ালিয়া লোকনাথ পাড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?