স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। রাজ্যে আলু এবং পেঁয়াজের মূল্য ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। বাজারে আলো পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য এবার ময়দানে নামল প্রশাসন। সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিনয় দাসের নেতৃত্বে প্রশাসনের এক প্রতিনিধি দল বুধবার মহারাজগঞ্জ বাজারে২৫ টি গ্রামে হানা দেয়। গোদাম গুলিতে প্রচুর পরিমাণ আলু পিয়াজ মজুত রয়েছে।মজুদ আলু পিয়াজ দ্রুত বাজারে ক্রেতাদের হাতে তুলে দেওয়ার জন্য গুদামের মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।প্রতি কেজি আলু পিয়াজ ৩৭ টাকা মূল্যে ক্রেতাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
কোন বিক্রেতা অতিরিক্ত মূল্য নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।অতিরিক্ত মূল্য নেওয়ার দায়ে বেশকয়েকজন দোকানের মালিক কে চরম হুঁশিয়ারি দিয়েছে মহকুমা প্রশাসক।সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিরন দাস জানিয়েছেন অতিরিক্ত মূল্য নেওয়ার চেষ্টা করা হলে প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট দোকানদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই রাজ্যে আলু এবং পেঁয়াজের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। আকাশছোঁয়া দাম হয় অনেকের পক্ষেই আলু পিয়াজ করে দেওয়া সম্ভব হচ্ছে না।বিশেষ করে গরীব অংশের মানুষ আলো পেঁয়াজের মূল্য বৃদ্ধির ফলে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন। করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক অবস্থা এমনিতেই তলানিতে এসে ঠেকেছে।
এরই মধ্যে অতিরিক্ত মূল্য আদায় করার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন।উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মহকুমা প্রশাসন বুধবার বাজারে হানাদারি চালালেও প্রকৃত সমস্যাকে সমাধান হবে তা নিয়ে জনগণ সন্দেহে রয়েছেন।মাত্র একদিন অভিযান চালিয়ে প্রশাসনের কর্মকর্তারা হাত পা গুটিয়ে বসে থাকলে বাজার নিয়ন্ত্রণ করা কোনভাবেই সম্ভব হবে না, তা বলার অপেক্ষা রাখে না।শুধু মহারাজগঞ্জ বাজারে নয় রাজ্যের অন্যান্য বাজারগুলিতে প্রশাসনের তরফ থেকে এ ধরনের হানাদারি চালানোর দাবি উঠেছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন স্থানে আলো পেঁয়াজের দাম ৫০ টাকায় পৌঁছেছে। অবিলম্বে প্রশাসন এসব বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ না করলে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করতে পারে।