স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। দিনদুপুরে রাজধানী আগরতলা শহরের গাংগাইল রোডে গান্ধীঘাট এলাকায় দুষ্কৃতিকারীদের আক্রমণে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম অভিজিৎ চক্রবর্তী।আক্রান্ত ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন আইজিএম হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন।এ ব্যাপারে আগরতলা পশ্চিম থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।ঘটনার বিবরণে জানা যায় বুধবার দিন দুপুরে অভিজিৎ চক্রবর্তী নামে ওই ব্যক্তি গাংগাইল রোড দিয়ে যাচ্ছিলেন।
গান্ধী ঘাট এলাকায় যেতে তার ওপর আক্রমণ চালায়। দুস্কৃতির আক্রমণে তিনি গুরুতর ভাবে আহত হন।রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরেই এই ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।দিন-দুপুরে প্রকাশ্য দিবালোকে রাজধানী আগরতলা শহরের রাস্তায় এ ধরনের হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।