স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। আগরতলার হাঁপানিয়ায় অবস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালকে অধিগ্রহণ করে এইমস-এর ধাঁচে হাসপাতাল গড়ে তোলার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে দাবি জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক। বুধবার সংসদে শূন্যকালে বক্তব্য পেশ করতে গিয়ে পশ্চিম ত্রিপুরার সাংসদ ভৌমিক বলেন, ত্রিপুরায় একটি মাত্র রেফারেল হাসপাতাল রয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় আরও একটি একই পরিকাঠামোর হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভব করছি।
তাঁর কথায়, হাঁপানিয়ায় অবস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে। সাথে যথেষ্ট জমিও আছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে ঢেলে সাহায্য করছেন। এখন আমরা নদীপথেও পণ্য পরিবহণে সক্ষম হয়েছি। তাই ত্রিপুরায় এইমস-এর সমতুল্য একটি হাসপাতাল স্থাপনের আর্জি জানাচ্ছি। তাঁর দাবি, হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করুক। সেখানে এইমস-এর সমতুল্য হাসপাতাল গড়ে তুলুক কেন্দ্র।