স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ২৩ সেপ্টেম্বর।। বুধবার সকালে দুই পরিবারের মধ্যে চরম সংঘর্ষ বাধে। তাতে দুই পরিবারের নয় জন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে ৭জনকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি ২জন কদমতলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, চুড়াইবাড়ি থানা এলাকার অধীন ফুলবাড়ী গ্রামের কুকামবাজার ২নং ওয়ার্ডে এলাকায় দুপক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়। এতে উভয়পক্ষের প্রায় ৯ জন আহত হয়েছেন। তাদেরকে প্রেমতলা দমকল বাহিনীর গাড়ি দিয়ে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।
ঘটনাস্থলে চুড়াইবাড়ি এবং কদমতলা থানার ওসিসহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন রয়েছে । উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। কদমতলা গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমালি নাথ প্রাথমিক চিকিৎসার পর উভয় পক্ষের সাত জনকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। জানা যায় ফুলবাড়ী ৬নং ওয়ার্ডে এলাকার বাসিন্দা ছায়াদ আলী কিছুদিন পূর্বে চুড়াইবাড়ি থানায় নিজ ছেলের নিখোঁজ ডায়রি করেন
। তাতে উল্লেখ করেন ইচাইলালছাড়া তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাজ উদ্দিন বাড়ি থেকে তার ছেলে জুয়েল আহমেদকে ডেকে নিয়ে যায়। থানার পুলিশ যাতে তদন্ত করে এবং তার ছেলেকে ফিরিয়ে দেয় তার কাছে। অপরদিকে ইচাইলালছড়ার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাজউদ্দীন কদমতলা থানায় একটি চুরির মামলা করেন ফুলবাড়ী এলাকার বাসিন্দা তাহিম উদ্দীন,আসুক উদ্দীন, আকতার আলীর বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবত এই দুই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে। গোঠা এলাকায় পরিস্থিতি অন্য রূপ ধারণ করে রয়েছে। তবে পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করে দেখছে ।