স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের নোয়াপাড়া স্কুল সংলগ্ন এলাকায় স্কুটি চুরি করে বিক্রি করতে এসে আটক হল এক যুবক। আটক যুবকের নাম রাহুল দাস।ধর্মনগরের হাফলং এলাকা থেকে স্কুটি টি চুরি করে এনে ধর্মনগরের নোয়াপাড়া স্কুল সংলগ্ন এলাকায় বিক্রি করার চেষ্টা করেছিল রাহুল দাস নামে ওই যুবক। স্থানীয় লোকজনের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
সে স্কুটি টির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারিনি।সে যে স্কুটি টি চুরি করে এনে বিক্রি করার চেষ্টা করেছিল তা স্থানীয় জনগণের বোধগম্য হয়।তখন ওই এলাকার লোকজন তাকে আটক করে গণধোলাই দেন। গণধোলাইয়ে রাহুল দাস নামে ওই যুবক গুরুতর জখম হয়েছে। তাকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।