জোলাইবাড়ীর বিজেপির মন্ডল সভাপতির বাড়ীতে বোম নিক্ষেপ

স্টাফ রিপোর্টার, জোলাইবাড়ী, ২২ সেপ্টেম্বর।।রাতের আধারে দুসৃকতিকারিরা হামলা সংগঠিত করলো জোলাইবাড়ীর বিজেপির মন্ডল সভাপতির বাড়ীতে৷ ঘটনার বিবরনে জানাযায় গতকাল রাত্রি আনুমানিক ১১ ঘটিকায় জোলাইবাড়ী ফাঁড়ী থানা থেকে ডিল ছোড়া দুরত্ব বিজেপির একনিষ্ট কর্মী সঞ্জীব বৈদ্য উরফে বাপ্পী ও ৩৮ জোলাইবাড়ী মন্ডল সভাপতি তমাল বৈদ্যের বাড়ীতে বোম ছুড়ে দুসৃকতিকারীরা এমনটাই অভিযোগ৷ ঘটনার বিবরনে তমাল বৈদ্যের পিতা সংবাদমাধ্যমের সামনে জানান গতকাল রাত্রে কে বা কাহারা উনার বাড়ীকে উদ্দ্যেশ্যকরে দুইটি বোম নিক্ষেপ করে৷
উনার ধারনা এটি একটি রাজনৈতিক হিংসাত্মকমূলক ঘটনা৷ উনি ধারনা করে জানান বিজেপির এক অংশের কর্মীরা চাইছে তমাল বৈদ্য মন্ডল সভাপতি পদথেকে পদত্যাগ করোক৷ অপরদিকে সঞ্জীব বৈদ্যের পিতা জানান ছেলে পার্টির দায়িত্বে থাকার কারনে হামলা সংগঠিত হচ্ছে৷ তমাল বৈদ্য ৩৮ জোলাইবাড়ীর মন্ডল সভাপতির দায়িত্ব নেওয়ার পরথেকে কিছু অংশের লোকজনের উপরি কামাইয়ের পথ বন্ধ হয়েযায়৷ যার ফলপ্রসু উনারা চাইছে তমাল বৈদ্যকে ভয়ভীতি দেখিয়ে মন্ডলের দায়িত্ব থেকে সরিয়েদিতে৷ বিগতদিনে একই কায়দায় জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যানকেও পদত্যাগ করতে বাধ্যকরেছে৷ তাই এই অংশের লোকজনের চাইছে যে সকল লোকজন একনিষ্টতার সহিত কাজকরছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া৷ বিগত কয়েকমাস পূর্বে একই কায়দায় জোলাইবাড়ীতে বিজেপির দক্ষিন জেলার সদস্য বিকাশ বৈদ্যের বাড়ীতেও হামলা সংগঠিত হয়৷ গত কাল রাত্রি বেলায় ঘটনার পুনরাবৃত্তি করতেগিয়ে মন্ডল সভাপতি ও অপর এক কর্মীর বাড়ীতে বোম নিক্ষেপ করাহয় বলে অভিযোগ৷ বিজেপির গোষ্টী কোন্দলের জেরে জোলাইবাড়ীতে অশান্তির পরিবেশ সৃষ্টিহয়েছে৷ এত কিছু হয়েযাওয়ার পরও পার্টি যাতেকরে কালিমালিপ্ত না হয় তারদিকে লক্ষ্যকর গতকাল রাত্রে ঘটেযাওয়া ঘটনার পরও কর্মীদের পক্ষথেকে থানায় কোনোপ্রকার মামলা দায়েরকরাহয়নি৷ এখন দেখার বিষয় জোলাইবাড়ীতে পার্টির হাল ফেরাতে রাজ্যসভাপতি কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?