১৪৭ ভোটার আইপিএফটি ছেড়ে বিজেপিতে যোগদান করলেন

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৩ সেপ্টেম্বর।। চড়িলাম বিধানসভায় রংমালা ১৪৭ ভোটার আইপিএফটি ছেড়ে বিজেপিতে যোগদান উপ মুখ্যমন্ত্রীর হাত ধরে। এডিসি নির্বাচনের এখনো দিনক্ষণ ঠিক হয়নি কিন্তু পাহাড়ে দলত্যাগ পর্ব চলছে প্রত্যেক দিনই l বুধবার বিকেলে ১৯ চড়িলাম মন্ডলের রংমালা এডিসি ভিলেজ এর বৃন্দাবন পাড়া এলাকায় বিজেপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। বৃন্দাবন পাড়া এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা চড়িলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিষ্ণু দেববর্মন এছাড়া উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক প্রতীক দেববর্মা।

চড়িলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, চড়িলাম বিএসসি চেয়ারম্যান রাজিব দেববর্মা, জনজাতি মোর্চার চড়িলাম মন্ডল সভাপতি বিশু দেববর্মা। বৃন্দাবন পাড়ায় ৪৬ পরিবারে ১৪৭ভোটার আইপিএফটি দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। আইপিএফটি দল থেকে আসা কর্মীদের বরণ করে নেন উপমুখ্যমন্ত্রী। এলাকা উন্নয়নের জন্য বিজেপি দল কাজ করছে l এ ডি সি তে আরো উন্নয়নমূলক কাজের জন্য বিজেপি সরকার। একটা সময়ে জোট সরকার একটা সময় ছিল সিপিএম সরকার তারাও এডিসি এলাকা উন্নয়নের জন্য কিছু করেনি। যে জায়গায় কেন্দ্র ও রাজ্যের একই সরকার থাকবে তখন উন্নয়নের গতি মাত্রা বেড়ে যায়।

আইপিএফটি দল থেকে আসা কর্মীদের বলেন শৃংখলাবদ্ধ ভাবে কাজ করার জন্য উপজাতীয় এলাকায় l জনগণের জন্য কি কি ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন তা চড়িলাম বিএসির মাধ্যমে কাজ করা হবে। বিগত সময়ে যা কাজ হয়নি বিজেপি আড়াই বছরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে আপনারা পাশে থাকুন আরো উন্নয়নমূলক কাজ হবে l সত্তর বছরে আগরতলা বিমানবন্দরের নাম বীর বিক্রম কিশোর মানিক্যের নামে হয়নি বিজেপি সরকার এসে আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করলেন বিজেপি সরকারl সিপিএমের আমলে কেন্দ্রে থাকতো কংগ্রেস রাজ্য দপ্তর সিপিএম তাদের মধ্যে মিলিজুলি চলত তাই এডিসি এলাকার উন্নয়নমূলক কাজ হতো না l সিপিএম শুধু বলতো মাইক নিয়ে। দিতে হবে করতে হবে এটি ছিল তাদের সম্বল। নিজের জাতি কিভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যে কাজ করুন l টিপ্রসা বহুদিন ধরে বঞ্চিত সেই জাতিকে কিভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আগামী দিনে এলাকা উন্নয়ন হবে রাস্তাঘাট, বিদ্যুৎ আসলে কিছুই হয়নি আড়াই বছরে তা আমরা করে দেখালাম।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?