স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। কংগ্রেস দলের আহুত অনৈতিক, জন বিরোধী বনধকে মানুষ প্রত্যাখ্যান করেছে। টাউন বাস পরিষেবা সহ অন্যান্য দূর পাল্লার পরিষেবা স্বাভাবিক রাখার উদ্যোগ নেয় টি আর টি সি।
মানুষের কথা চিন্তা করেই টি আর টি সি তাদের পরিষেবা স্বাভাবিক রেখেছে বলে জানান চেয়ারম্যান দীপক মজুমদার। শহরের প্রতিটী রাস্তায় টাউন বাস চালানো হয়। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেই জায়গায় পুরো দমে টাউন বাস পরিষেবা চালানো হচ্ছে বলে জানান তিনি। ইতিমধ্যেই ধর্মনগর, সাব্রুমে বাস পরিষেবা চালু হয়েছে।
তবে এদিন আরো বেশী মাত্রায় বাস রাস্তায় নামায় টি আর টি সি। সরকারী কর্মীদের জণ্য ও নার্সদের জন্য সার্ভিস অব্যাহত রাখা হয়েছে। সরকারী ও বেসরকারি পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানান টি আর টি সি-র চেয়ারম্যান দিপক মজুমদার। এদিন শহরে ১২ টি বাস পরিষেবা দিতে মাঠে নামে।