স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। নিয়ম রক্ষার জন্য বসল ত্রিপুরা বিধানসভার অধিবেশন। প্রশ্নোত্তর পর্ব ছিলনা আজ। অধিবেশন শুরু হল সাম্প্রতিক কালে নিহত জন প্রতিনিধি, চীন সীমান্তে ভারতীয় শহিদ জওয়ান ও করোনায় আক্রান্ত হয়ে মৃতদের শোক জানানোর মধ্য দিয়ে।
এর পরেই জন স্বার্থে আলোচনার জন্য, অধিবেশনের সময় বৃদ্ধি করার দাবি জানায় বিরোধী বেঞ্চ। একে একে বিরোধী বেঞ্চের সব সদস্যই সরব হতে থাকে। প্ল্যাকার্ড নিয়ে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন।
এরই মধ্যে বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস বিজনেস এডভাইসারি কমিটির রিপোর্ট পাস করিয়ে নেন। সঙ্গে সঙ্গেই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিরোধী সদস্যরা। এর পরে করোনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিধান সভাতে সরকারের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এই সময়ের মধ্যে কোভিড ১৯ নিয়ন্ত্রণে সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে সে বিষয়গুলি তুলে ধরেন। প্রথমার্ধের অধিবেশন শেষ করে বিধানসভার অধিবেশন থেকে বেড়িয়ে নয়া দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দেন মুখ্যমন্ত্রী।