স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। এ. ডি . নগর থানাধীন কেম্পেরবাজার সংলগ্ন এলাকায় হৃদয় দাস নামে ১৫ বছরের এক নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এ. ডি . নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মৃতের বাবার নাম অমর দাস ।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে কোন এক কারণে পরিবারের লোকজন হৃদয়কে বকুনি দিয়েছিল এবং তখন থেকে সে বাড়িতে যায়নি অর্থাৎ শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিল হৃদয় । এই ব্যাপারে থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে।
আজ সোমবার সন্ধ্যায় তার ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকার লোকজন এবং খবর দেয় থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় । নাবালকের মৃত্যুতে এলাকা জুরে শোকের ছায়া নেমে এসেছে।