স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ সেপ্টেম্বর।।কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টা ত্রিপুরা বনধে আংশিক সারা দেখা দিয়েছে রাজ্যে কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ছায়া বনধে বেশ কিছু জায়গায় বনধের সমর্থনে বিক্ষিপ্ত ঘটনা ঘটে। যদিও বাজার কিছু কিছু জায়গায় খোলা ছিল।
তবে আগরতলা শহরের দোকান পাঠ বন্ধ ছিল। যদিও বনধ সফল হয়েছে বলে দাবী করেন রাজ্য কংগ্রেসের সভাপতি। এদিকে বনধকে ঘিরে কৈলাসহরে ইট পাটকেল ছোঁড়ার অভিযোগ উঠে কংগ্রেসের বিরুদ্ধে।
কৈলাসহরে বনধকে ঘিরে বিজেপি-কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। কৈলাসহরে ইট পাটকেল ছোঁড়ার অভিযোগ উঠে কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। জানা গেছে, সংঘর্ষে উভয়পক্ষে কমপক্ষে ১২ জন কর্মী সমর্থক আহত হয়। আহতদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস কাঁদানে গ্যাস ছোড়ে এবং মৃদু লাঠিচার্জ করে। জানা গেছে, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। এদিকে শাসকদলের দুই নেতাকে আটক করার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করে থানা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা।