স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। সোমবার ছিল প্রদেশ কংগ্রেসের ডাকে ১২ ঘণ্টা বনধ। বনধ –এ রাজ্যবাসীর স্বতঃস্ফুত সাড়া মিলেছে। দোকানপাট ছিল বন্ধ, গাড়ী রাস্তায় চলেনি।
বিজেপি দুবৃত্তরা ব্যবসায়িদের দোকান খোলার জন্য জোর করে বাড়ি থেকে নিয়ে আসার চেষ্টা করেছে।কিন্তু বাজার হাট সর্বত্র ছিল বন্ধ। এর দ্বারা স্পষ্ট আড়াই বছরের সরকারের প্রতি রাজ্যের মানুষের আর আস্হা নেই। আর রাজ্যের মানুষের স্বার্থে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন বিজেপি সরকারকে যতদিন না পর্যন্ত ক্ষমতাচ্যুত হবে ততদিন অব্যাহত থাকবে।
সোমবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সাংবাদিক সম্মেলন করে হুশিয়ারি দেন। তিনি আরো বলেন, এদিন বনধ –কে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে কংগ্রেস কর্মীরা আহত হয়েছেন। বিশেষ করে কৈলাসহর এবং আগরতলা বিজেপি দুবৃত্তরা এই ধরনের হামলা সংগঠিত করেছে।
বিজেপি দুবৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি পুলিশও। যার তিব্র নিন্দা দায়ক ঘটনা। দুবৃত্তরা এটা জানে না সন্ত্রাস করে কংগ্রেসের আন্দোলন রুখা যাবে না। এই আন্দোলন রাজ্যে আগামী দিনেও চলবে। আর আজকের ঘটনায় প্রত্যক্ষদর্শী ছিল পুলিশ।
পুলিশ সেই সব বিজেপি দুবৃত্তদের বিরুদ্ধে যদি মামলা না নেয় তাহলে আগামী দিনে কংগ্রেস দল মাঠে নামবে বলে জানান তিনি। তবে এইদিন বিজেপি দুবৃত্তদের এই ধরনের অভাবনীয় সন্ত্রাস রাজ্যবাসি ভালোভাবে মেনে নেবে না বলে আশা ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।