কেউ যদি দ্রত ও সহজে স্বনির্ভর হতে চায় সেটা মৎস্যচাষের মাধ্যমে সম্ভব হতে পারে : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। মৎস্যচাষ একটি লাভজনক ব্যবসা৷ কেউ যদি দ্রত ও সহজে স্বনির্ভর হতে চায় সেটা মৎস্যচাষের মাধ্যমে সম্ভব হতে পারে৷ তবে সেই মৎস্যচাষ হতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে৷ আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা পুরনিগমের ৩০নং ওয়ার্ডের আম্বেদকর পল্লীস্থিত মৎস্যচাষের প্রশিক্ষণ ও প্রদর্শনের প্রতিষ্ঠান ‘রঙ্গময়ী গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন৷
তিনি আরও বলেন, মাছ চাষের মাধ্যমে ত্রিপুরার হাজারো যুবক-যুবতী যাতে সহজে স্বনির্ভর হতে পারেন সেই দিকে লক্ষ্য রেখেই এই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠা করা হয়েছে৷

তিনি বলেন, বিশেষ করে তপশিলীজাতি অংশের মানুষই মৎস্যচাষের সঙ্গে যুক্ত থাকেন৷ তবে বর্তমানে জনজাতি ও অন্যান্য সাধারণ অংশের মানুষও মৎস্যচাষে যুক্ত হচ্ছেন৷ এই কাজে যুক্ত তপশিলীজাতি ও জনজাতি অংশের মৎস্য ব্যবসায়ীদের উন্নয়নে রাজ্য সরকার সব সময় পাশে থাকবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকার চায় ত্রিপুরার প্রতিটি মৎস্যজীবী পরিবার সমৃদ্ধি লাভ করুক৷ সেই দিকে লক্ষ্য রেখেই সরকার কাজ করছে৷ তাই করোনার মহামারির মধ্যেও সরকার এই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে৷

মুখ্যমন্ত্রী বলেন, আগামী দু’বছরে রাজ্যকে মৎস্যচাষে স্বয়ংসম্পর্ণ করা হবে৷ সেই জন্য রাজ্যের বিভিন্ন সরকারী ও বেসরকারী জলাশয়ে বি’ান সম্মত উপায়ে মাছ চাষের ব্যবস্থা করা হবে৷ সারা রাজ্যের মৎস্য বিক্রেতাদের তালিকা তৈরী করা হবে৷ সমস্ত মৎস্য ব্যবসায়ীদের এক ছাতার নীচে এনে যারা মৎস্য ব্যবসায় উৎসাহী অথচ আর্থিক সংগতি নেই সরকার তাদের এস সি কর্পোরেশনের মাধ্যমে ঋণ দিয়ে সহযোগিতা করবে৷

তিনি মৎস্যচাষীদের মাছের চাষে উৎসাহ দিয়ে কৃষকদের অনাবাদী জমিতে বা যে জমিতে শুধুমাত্র এক ফসল ধান চাষ হয় সেই সব জমিতে পুকুর খনন করে মাছের চাষ করার পরামর্শ দেন৷ মুখ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতেও ত্রিপুরার সরকার সাধারণ মানুষের আর্থিক ক্ষতি যাতে না হয় সেই দিশাতে কাজ করে যাচ্ছে৷ প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ার স্বপও সফল হবে৷ সেইসাথে আত্মনির্ভর ত্রিপুরাও গড়ে উঠবে৷

অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে মৎস্যমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা বলেন, স্বনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে মৎস্যচাষ সম্পসারণে সরকার অগ্রাধিকার দিয়েছে৷ তিনি আধুনিক পদ্ধতিতে মাছ চাষে মৎস্যচাষীদের এগিয়ে আসার আহ্বান জানান৷ অনুষ্ঠানে সভাপতি বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাসও বি’ানসম্মত উপায়ে মাছ চাষ করার উপর গুরুত্ব আরোপ করে বেকার যুবক-যুতীদের এই প্রশিক্ষণ কেন্দ্রের সুুযোগ গ্রহণ করার আহ্বান জানান৷

এছাড়াও অনুষ্ঠানে মাছ চাষের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদক নীতি দেব এবং অনুষ্ঠানের সম্মানীয় অতিথি টি আই ডি সি’র চেয়ারম্যান টিংকু রায়৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন রঙ্গময়ী মৎস্য গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কিশোর কুমার দাস৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?