সোনামুড়ার সীমান্তে বিএসএফ জওয়ানদের দ্বারা প্রহৃত বাবা ও মেয়ে

স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২১ সেপ্টেম্বর।। বিএসএফ এর হাতে আক্রান্ত দুইজন। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যে দেখা দেয়। ঘটনাটি ঘটে শনিবার রাত ১০টা নাগাদ। বি এস এফ এর হাতে আক্রান্ত হয় ছত্তার মিয়া (৫৫) নামের এক ব্যক্তি ও তার মেয়ে সেলিনা বেগম।

শনিবার রাত ১০টা নাগাদ সোনামুড়া থানাধীন কুলুবাড়ী কাজীর টিলা সীমান্ত লাগোয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। ঘটনার বিবরণে জানা যায় ১৪৩ নাম্বার ব্যাটেলিয়ানের কর্তব্যরত সীমান্তরক্ষীরা পাচারকারী দের ধাওয়া করে তাদের লাগাল না পেয়েসন্দেহ ভাজন ভাবে ছত্তার মিয়ার ঘরে দরজা ভেঙ্গে।

ছত্তার ও তার মেয়েকে বেধরক ভাবে মারধর করে। মেয়ের পরনের কাপড় ছিড়ে দেয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা এমনি অভিযোগ মেয়ে। ঘটনাস্থলে উপস্থিত হয় সোনামুড়া থানার পুলিশ , পুলিশ এসে বি এস এফ এর সাথে কথা বলে জানতে পায় বিএসএফ কে নাকি গ্ৰামের জনগণ ইট পাথর দিয়ে টিল মারে।

যদি‌ও এলাকাবাসীরা তাহা অস্কিকার করেন। অন্য দিকে আক্রান্ত দুই জন কে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়‌। তবে বরাবরই এমন ঘটনা ঘটছে সীমান্ত এলাকায়, এই নিয়ে চাঞ্চল্য দেখা দেয় এলাকা জুড়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?