স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। কোভিড পরিস্থিতির জন্য আজ বিধানসভায় এক দিবসীয় বর্ষাকালীন অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনের কার্যধারায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলপন, লকডাউন পর্বে ত্রাণ বণ্টনের বিষয়ে রাজ্য সরকার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে।
শুধু ত্রিপুরায় থাকা নাগরিকরা নন, ভিন রাজ্যে থাকা ত্রিপুরার নাগরিকদেরও এই ত্রাণ প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যেমে, খাদ্য নিরাপত্তা আইনের আওতাভুক্ত পাঁচ লক্ষ ৭৯ হাজার পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া নিশ্চিত করা গেছে।
লকডাউন পর্বে ত্রিপুরার মাটিতে অর্থনৈতিক কর্মকাণ্ড সঙ্কুচিত হয়নি। বরং তার প্রসারের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। মনরেগার কাজ চলছে পুরোদমে। এখনও পর্যন্ত ১.৯৭ কোটি শ্রমদিবস তৈরি হয়েছে রেগার কাজে।
তা ছাড়াও সাব্রুমে স্পেশ্যাল ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, বাঁশের বোতলে বাঁশ কোড়লের বিস্কুট বাজারজাত করার কাজ শুরু হয়েছে। অন্য সরকার সরকারি কর্মচারীদের মাইনে কাটলেও ত্রিপুরা সরকার সে পথে হাঁটেনি। অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে উদ্যোগী রাজ্য সরকার।