স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২১ সেপ্টেম্বর।। মন্দিরনগরী উদয়পুরের রাজারবাগে এলাকা অল্পেতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে আগরতলা থেকে একটি সিএনজি পরিবাহী গাড়ি উদয়পুরের ব্রহ্মাবাড়ি সিএনজি স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল।
সিএনজি পরিবাহী গাড়িটি উদয়পুরের রাজারবাগ এলাকায় পৌঁছলে গাড়ির চালক হঠাৎ লক্ষ্য করেন গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। তখন গাড়িচালক গাড়ি থামিয়ে চিৎকার শুরু করেন।
চালকের চিৎকার এবং গাড়ি থেকে ব্যাপকহারে ধোয়া বের হতে দেখে স্থানীয় লোকজন দ্রুত ছুটে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর জওয়ানরা ও দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অবশ্য দমকলবাহিনী আসার আগেই স্থানীয় লোকজন রা আগুন নেভানোর কাজে হাত লাগান। ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে উদয়পুরের রাজারবাঘ এলাকা।
সিএনজি পরিবাহী গাড়িটি বিস্ফোরিত হলে ভয়াবহ আকার ধারণ করতে পারতো বলে এলাকার জনগণ অভিমত ব্যক্ত করেছেন।চালকের বুদ্ধিমত্তার কারণেই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলেছে বলে স্থানীয় জনগণ মনে করেন। যান্ত্রিক ত্রুটি জনিত কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে।