স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। রাজ্যবাসীর মুক্তির জন্যই বিধানসভা অধিবেশন ওয়াকআউট করার পর বিরোধীরা শ্লোগান দিয়ে হেঁটে মূল রাস্তায় গিয়ে থামলেন। অভিনব কায়দায় এই বিক্ষোভ বাধ্য হয়ে করেছেন বলে দাবি করেন বিরোধী উপনেতা বাদল চৌধুরী।
তাঁর দাবি, আমার দীর্ঘ সংসদীয় জীবনে এই প্রথম দেখেছি, কোন বিরোধী দল বিধানসভা থেকে বেরিয়ে মূল রাস্তা পর্যন্ত বিক্ষোভ দেখিয়ে হেঁটে গেছে। এদিন তিনি বলেন, আজ নিয়মরক্ষার বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ছয় মাসের মধ্যে অধিবেশন করতে হয়, তাই আজ অনুষ্ঠিত হয়েছে।
কিন্তু, এই অধিবেশনে বিরোধীদের কন্ঠরোধ করার সর্বোত প্রয়াস নেওয়া হয়েছে। তিনি বলেন, সারা ত্রিপুরায় এক অস্থিরতা কায়েম হয়ে রয়েছে। করোনা-র প্রকোপে রাজ্যবাসী দিশেহারা হয়ে পড়েছেন। অথচ, জনপ্রতিনিধিদের করোনা ইস্যুতে আলোচনার কোন সুযোগ দেওয়া হয়নি।
তাঁর কথায়, এলাকাভিত্তিক করোনা-র সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা হলে তবেই মানুষ-কে ওই অতিমারী-তে সহায়তা করা সম্ভব হবে। এদিন তিনি দাবি করেন, সংসদীয় গণতন্ত্রে আজকের মতো অরাজক বিজনেস বিধানসভায় কোন রাখা হয়নি। সেখানে কথা বলার ন্যূনতম সুযোগ দেওয়া হয়নি। তাই, বিরোধীরা ওয়াকআউট করে বেরিয়ে গেছি। তিনি বলেন, এখানেই থেমে থাকলে চলবে ভেবেই বিধানসভা থেকে বেরিয়ে শ্লোগান দিয়ে মূল রাস্তা পর্যন্ত আমরা হেঁটে গিয়েছে।
ত্রিপুরাবাসীর মুক্তির জন্যই বাধ্য হয়ে এই অভিনব কায়দা নিয়েছি, বলেন তিনিই। তবে, বিরোধীদের এই কায়দা-কে কটাক্ষ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। তিনি সুর চড়িয়ে বলেন, নাটক মঞ্চস্থ করার জন্যই বিধানসভা থেকে বেরিয়ে রাস্তা পর্যন্ত হেঁটে গেছেন বিরোধীরা। সারা ত্রিপুরায় তারাই করোনা ছড়িয়েছে।