এবার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আর্জি জানিয়েছেন জিবির মেডিক্যাল সুপার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।।করোনা অতিমারি পরিস্থিতিতে ত্রিপুরায় একের পর এক পদস্থ আধিকারিক দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা এবং স্বাস্থ্য সচিবের পর এবার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আর্জি জানিয়েছেন জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. দেবাশিস রায়৷

তিনি কয়েকদিন আগেই মেডিক্যাল সুপারের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আর্জি জানিয়েছেন৷ বিষয়টি এখনও বিবেচনাধীন বলে সূত্রের দাবি৷প্রসঙ্গত, করোনা অতিমারি পরিস্থিতিতে ত্রিপুরায় প্রশাসনিক শীর্ষ আধিকারিকরা নিজেদের রীতিমতো গুটিয়ে নিচ্ছেন৷ বর্তমানে করোনা মোকাবিলায় ত্রিপুরায় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে৷ ফলে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে৷

অবশ্য পরিস্থিতি মোকাবিলায় যথাসম্ভব চেষ্টা করছে রাজ্য সরকার৷ কিন্তু পদস্থ আধিকারিকদের একের পর এক দায়িত্ব থেকে সরে দাঁড়ানো যথেষ্ট রহস্যজনক বলে মনে করা হচ্ছে৷সম্প্রতি পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা এবং স্বাস্থ্যসচিব তথা অতিরিক্ত মুখ্যসচিব এসকে রাকেশ স্বেচ্ছা অবসর চেয়ে রাজ্য সরকারের কাছে আর্জি পাঠিয়েছেন৷

তাঁদের আর্জি সরকার মঞ্জুরও করেছে৷ এরই মধ্যে এখন জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. দেবাশিস রায় তাঁর পদ থেকে অব্যাহতি চেয়ে আর্জি জমা দিয়েছেন৷ সম্প্রতি তিনি মেডিক্যাল সুপারের পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন, তা এখন মেডিক্যাল কলেজের অধ্যক্ষের টেবিলে রয়েছে৷ তাঁর আর্জি বিবেচনার জন্য নানা বিশ্লেষণ করা হচ্ছে৷ তবে শীঘ্রই মঞ্জুর হবে বলে অনুমান করা হচ্ছে৷

প্রসঙ্গত, তিনি খুবই অল্প সময়ের জন্য মেডিক্যাল সুপারের দায়িত্বে ছিলেন৷ জিবি হাসপাতালে প্রশাসক নিযুক্তিকে কেন্দ্র করে মতানৈক্যের জেরে পূর্বতন মেডিক্যাল সুপার ডা. রঞ্জিত দাস পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন ডা. দেবাশিস রায়৷ এখন তিনিও ওই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন৷ ফলে সামগ্রিক বিষয় খুবই রহস্যজনক বলে মনে করা হচ্ছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?