অনলাইন ডেস্ক, ২০ সেপ্টেম্বর।। তালিবান জঙ্গি দমনে বড় সাফল্য পেল আফগান সেনা। আফগানিস্তানের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত কুন্দুজ প্রদেশে তালিবান ঘাঁটিতে শনিবার হামলা চালায় আফগান সেনা।
জানা গিয়েছে, সেনার এই অভিযানে খতম হয়েছে ৪০ জন জঙ্গি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, আফগান সেনার এই হামলায় বেশ কয়েকজন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বিমান থেকে বোমা ফেলার সময় ওই ঘাঁটির সামনে ভিড় করে থাকা সাধারণ মানুষের একটি জটলার উপরেও বোমা ফেলে সেনা।
ফলে মারা যান ১১ জন সাধারণ মানুষ। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তবে সেনার দাবি মানতে চায়নি তালিবান। একটি বিবৃতি জারি করে তারা পাল্টা বলেছে, কুন্দুজ প্রদেশে বিমান হানায় ৪০ জন সাধারণ মানুষেরই মৃত্যু হয়েছে।