সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার হুমকি মুখ্যমন্ত্রীর, ত্রিপুরা অ্যাসেম্বলি অফ জার্র্নলিস্ট এর প্রতিনিধি দল রাজভবনে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।।গত ১১ সেপ্ঢেম্বর সাব্রুমে প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমকে দেখে নেওয়া ও ক্ষমা না করার হুমকির পরিপ্রেক্ষিতে ত্রিপুরা অ্যাসেম্বলি অফ জার্র্নলিস্ট এর সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিক এক প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপাল রমেশ বৈশ এর সাথে দেখা করেন৷

প্রতিনিধিরা একটি স্মারক লিপি রাজ্যপালের হাতে তুলে দেন৷ মুখ্যমন্ত্রীর হুমকি এবং সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে অনাকাঙ্খিত সম্পর্কের ঘটনায় রাজ্যপাল বিষ্ময় প্রকাশ করে বলেন, সংগঠনের তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে৷ রাজ্যপাল বলেছেন, গণতন্ত্রের সরকার এবং গণমাধ্যমের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকা উচিত৷ গণতন্ত্রে শাসক পক্ষের সমালোচনা গ্রহণ করার ক্ষমতা প্রত্যাশিত৷

সংগঠনের বক্তব্য হল রাজ্যপাল এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন পাশাপাশি রাজ্যপাল জানিয়েছেন, যে সরকারও সংবাদ মাধ্যমের মধ্যে ইতিবাচক সম্পর্ক যাতে গড়ে উঠে সে ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন৷ প্রসঙ্গত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব’র সংবাদ মাধ্যমকে প্রকাশ্য হুমকির পরিপ্রেক্ষিতে অল মনিপুর ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়ন, মিজোরাম ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশন, আলিপুরদুয়ার প্রেস ক্লাব, চন্ডীগড় প্রেস ক্লাব, পাঞ্জাব প্রেস ক্লাব, বিহারের শ্রমজীবী পত্রকার ইউনিয়ন – ত্রিপুরা এসেম্বলিত অব জার্নালিস্টস-র’’ প্রতিবাদ কর্মসূচির প্রতি ইতিমধ্যে সমর্থন জানিয়েছে৷

সংগঠন গুলি পৃথক পৃথক বার্তায় জানিয়েছে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব’’র সংবাদ মাধ্যম বিরোধী অগনতান্ত্রিক মনোভাব ও কার্যকলাপ, সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর প্রত্যক্ষ হস্তক্ষেপ৷ তারা বিপ্লব কুমার দেবকে দেশবাসির কাছে এই জাতীয় অশালীন মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছে৷ অন্যথায়, দেশজুড়ে সাংবাদিক সংগঠনগুলি উনার বিরুদ্ধে জাতীয়স্তরে আন্দোলন সংগঠিত করার হুমকি দিয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?