সোনামুড়া সীমান্তে পাচারকারীদের রুখতে গুলি, বিএসএফ – বিজিবি-র ফ্ল্যাগ মিটিং

স্টাফ রিপোর্টার, সোনামুড়া , ১৯ সেপ্টেম্বর।।বাংলাদেশের রাজধানী ঢাকায় যখন বিএসএফ এবং বিজিবি-র মধ্যে শীর্ষ সম্মেলন চলছে, তখন ত্রিপুরা সীমান্তে পাচারকারীদের রুখতে গুলি ছুঁড়তে হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে৷ এতে দুই বাংলাদেশি পাচারকারী আহত হয়েছে৷

বিজিবি তাদের আটক করে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিয়েছে৷ আজ শনিবার ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় ইউএনসিনগরে ভারত-বাংলা সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পদাধিকারীরা পতাকা বৈঠকে মিলিত হয়েছিলেন৷ ঢাকায় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ সম্মেলন চলাকালীন পাচারকে ঘিরে সীমান্তে অস্থিরতা যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে৷

সোনামুড়ার এসডিপিও বিকাশ দেব বলেন, শুক্রবার ভোররাতে সোনামুড়া মহকুমায় ইউএনসিনগরে ভারত-বাংলা সীমান্তে বিএসএফ টহল দিচ্ছিল৷ তখন তাদের নজরে আসে সীমান্তের বেড়া টপকে দুই দেশের পাচারকারীরা মিলে কিছু জিনিসপত্র পাচার করছে৷ তখন বিএসএফ জওয়ানরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে৷ তার পর বিএসএফ পাচারকারীদের উদ্দেশ্যে নন-ল্যাথেল বন্দুক থেকে গুলি ছুঁড়ে৷

তাতে বাংলাদেশের দুই পাচারকারী আহত হয়েছে৷ বিএসএফ-এর দাবি, ভারতীয় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কথায়, পরবর্তী সময়ে ওই এলাকায় তল্লাশি করে বিএসএফ জওয়ানরা ছয়টি সিলিং ফ্যান উদ্ধার করেছেন৷ সোনামুড়া থানায় ওই ঘটনায় জিডি অ্যান্িন্ট করা হয়েছে৷

তিনি বলেন, আজ ওই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে বিজিবি জানিয়েছে, আহত দুই বাংলাদেশি পাচারকারীকে পুলিশের হাতে দেওয়া হয়েছে৷ সাথে বিএসএফকে বিজিবি গুলি না চালানোর অনুরোধ করেছে৷ পাল্টা বিএসএফও বিজিবি-কে সাফ জানিয়েছে, পাচারকারীরা যাতে ভারতের সীমান্ত অতিক্রম না করে সে বিষয়টি নিশ্চিত হোক৷

প্রসঙ্গত, বিএসএফ এবং বিজিবি-র ডিজিস্তরে গত বৃহস্পতিবার থেকে ঢাকায় আজ সকাল পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকেও দুই দেশের পাচারকারীদের বাধা দেওয়া এবং দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে নজরদারি রাখার জন্য আরও বেশি করে সমন্বয় গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর৷ তবে বিস্ময়কর বিষয় হল, প্রতিবার দুই দেশের ডিজি স্তরের বৈঠক চলার সময় বিএসএফ-বিজিবির মধ্যে কোনও না-কোনও সীমান্তে গুলি ছোঁড়াছুঁড়ির ঘটনা হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?