স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১৯ সেপ্টেম্বর।। খুনের অভিযোগের তিন ঘন্টার মধ্যে দুইজন আসামীকে গ্রেপ্তার করলো শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত মধ্যটিলা এলাকার বাসিন্দা রেশমি বেগম ( ২০ ) কার্মী বাজারের বাসিন্দা মাসুদ মিয়ার সঙ্গেবিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
বিবাহের কিছুদিনপর থেকে শুরু হয় সাংসারিক অশান্তি। রেশমি বেগমের মামা অভিযোগ করেন গতকাল রাত্রিবেলায় রেশমি বেগমকে অসুস্থ অবস্থায় শান্তির বাজার জেলা হাসপাতাল নিয়ে আসে স্বামীর বাড়ীর লোকজন। পরবর্তী সময় জেলা হাসাপালে কর্তব্যরত চিকিৎসক রেশমি বেগমের অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসাপাতালে স্থানান্তরিত করেন।
কিন্ত রেশমি বেগমকে গোমতী জেলা হাসপালে নিয়েগেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রেশমী বেগমকে মৃতবলে ঘোষনা করেন। রেশমী বেগমের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে উর মামা আজ শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করেন।
উনাদের অভিযোগ রেশমী বেগমকে উনার শশুর বাড়ীর লোকজনেরা মেরে ফেলেছে। জানাযায় রেশমী বেগম তিন মাসের গর্ভবতী। উর শশুর বাড়ীর লোকজনেরা রেশমী বেগমকে মেরে ফেলেছে বলে অভিযোগ। এই নিয়ে রেশমী বেগমের স্বামী মাসুদ মিয়া, স্বামীর বড়ভাই ইনু মিয়া ও শশুর আবদুল বাসাদ এর নামে শান্তির বাজার থানায় লিখিত মামলা দায়ের করেন।
অভিযোগ পাওয়ার তিন ঘন্টার মধ্যে উদয়পুর থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করলো শান্তির বাজার থানার পুলিশ। এই নিয়ে শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান রেশমি বেগমের মামা অভিযোগ করার সঙ্গে সঙ্গে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করাহয়।
এই নিয়ে শান্তির বাজার থানা ৫৩ / ২০২০ কেইস নাম্বারে কেইস লিপিবদ্ধ করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ৪৯৮ এ / ৩০৪ বি/ ৩৪ আই পি সি ধারায় মামলা গ্রহনকরাহেয়েছে। এই নিয়ে অভিযুক্ত স্বামী মাসুদ মিয়া ও স্বামীর বড়ভাই ইনুমিয়াকে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।