স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিদিন বহু মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। করোনা মোকাবেলায় রাজ্য সরকার মাস্ক পরিধান বাধ্যতা মূলক করেছে।
কিন্তু একাংশ মানুষ সরকারী নির্দেশিকাকে অমান্য করে প্রতিনিয়ত জনবহুল এলাকায় চলে আসছে। এতে করে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার বিনা মাস্কে যারা রাস্তায় বের হচ্ছে তাদের বিরুদ্ধে ১৮ ও ১৯ সেপ্টেম্বর বিশেষ অভিযান চালানোর নির্দেশিকা জারি করে। সেই মোতাবেক শনিবার সকাল থেকে প্রশাসনের উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়। এইদিন সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।
এইদিন যারা বিনা মাস্কে নারী থেকে বেরিয়ে এসেছে, কিংবা যারা মাস্ক সঠিক ভাবে মুখে লাগায়নি তাদেরকে জরিমানা করা হয়। সদর মহকুমার এক ডিসিএম জানান যারা মাস্ক সঠিক ভাবে মুখে লাগায়নি কিংবা একেবারেই মাস্ক নেই, তাদেরকে ২০০ টাকা করে জরিমানা করা হচ্ছে।