অভয়নগর বীটারবন এলাকায় প্রণয় ঘটিত ঘটনার জেরে তীব্র উত্তেজনা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। রাজধানীর ভাটি অভয়নগর বীটারবন এলাকায় প্রণয় ঘটিত ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ নাবালক প্রেমিকের বাড়িতে আচমকা হামলা চালায় এক দল দুক্সৃতীকারী। বাড়িতে ঢুকে চলে ব্যাপক মারধোর। আক্রান্তদের অভিযোগ পুলিশের সামনে এই আক্রমণ সংগঠিত করা হয়। আহত হয় বাড়ির মহিলা , শিশু সহ বেশ কয়েকজন।

এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালে ঘটনা স্থলে ছুটে যায় সদর এস ডি পি ও সহ বিশাল পুলিশ। এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আক্রান্তদের দাবি আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে যে সমস্ত পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। সদর এস ডি পি ও জানান ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব হবেনা।

শুক্রবার বিকালের এই ঘটনায় নতুন করে উত্তপ্ত হল ভাটি অভয়নগর বিটারবন এলাকা। জানা গেছে এই এলাকার এক নাবালক ফোনে এক নাবালিকার সঙ্গে আলাপ শুরু হয়। সেই আলাপ ক্রমেই প্রেমে পরিণত হয়। নাবালিকা ছেলেকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দেয়। ছেলে জানায় এটা সম্ভব নয়। কিন্তু নাবালিকা তাঁর দাবিতে অনড় থাকে। শুক্রবার বাধ্য হয়ে কৃষ্ণনগর থেকে নাবালিকাকে সঙ্গে করে নিয়ে যায় নাবালক। তাঁর মাসির বাড়িতে যায়। কিন্তু মাশি বাড়িতে না থাকায় সে তাঁর বাবাকে ফোন করে বিষয়টি জানায়।

নাবালকের পরিবার মেয়ের বাড়ির সঙ্গে যোগাযোগ করে। কিন্তু পরিবারের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হলে মেয়ের পিতা সহ অন্যান্যরা ছেলের বাড়ি থেকে নাবালিকাকে নিয়ে যায়। এই ঘটনা শেস হতে না হতেই রামনগর ফাঁড়ির পুলিশ এলাকায় যায়। পুলিশের সামনেই কিছু দুষ্কৃতী তাদের বাড়িতে ঢুকে আক্রমণ চালায় বলে অভিযোগ। এলাকায় খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা দেখা দেয়। পাল্টা প্রতিরোধ গড়লে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে আক্রান্তদের বক্তব্য। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?