স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে অনলাইনে পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়েছে৷ এই পরিস্থিতিতে কলেজপড়ুয়াদের মধ্যে প্রশাসনের ভূমিকায় রীতিমতো হতাশার সৃষ্টি হয়েছে৷ আর এই হতাশার বহিঃপ্রকাশ ঘটল শুক্রবার৷
রাজধানী আগরতলা শহরের মহিলা কলেজের কিছু ছাত্রী এদিন কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ দেখান৷ সংখ্যায় কম হলেও ছাত্রীদের অভিযোগ অনেক গুরুতর৷ তাদের অভিযোগ হল অনলাইনে যেহেতু পরীক্ষা দিচ্ছেন তারা তাহলে কেন কলেজ কতৃপক্ষ পরীক্ষার ফি পাঁচশ টাকার উপর নেয়া হচ্ছে৷ কলেজ কর্তৃপক্ষের কোন খরচা হচ্ছে না কিন্তু, তারপরও টাকা নেয়া হচ্ছে৷ এরই প্রতিবাদ জানিয়েছেন ওই ছাত্রীরা৷
ছাত্রীদের আরও অভিযোগ রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল ছাত্রছাত্রীদের মোবাইল সেট দেয়া হবে৷ অর্থাৎ মোবাইল সেটের জন্য পাঁচ হাজার টাকা একাউন্টে দেয়া হবে৷ কিন্তু, অনেকেই এই টাকা পায়নি৷
বরং টাকা পাবে আশা করে নিজেদের উদ্যোগে মোবাইল সেট কিনে নিয়েছেন৷ এখন তাদের একাউন্টে টাকা পাঠানোর নাম গন্ধও নেই৷ এই অবস্থায় ওই ছাত্রছাত্রীদের অভিভাবকরাও রীতিমতো সমস্যায় পড়ে গিয়েছেন৷ আরও কিছু বিষয় নিয়ে এদিন ছাত্ররী মহিলা কলেজের সামনে বিক্ষোভ দেখিয়েছেন৷