কুমারঘাট শিল্প নগরীতে রাজ্যের প্রথম ব্যাম্বো ডিপোর শিলান্যাস

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। আজ কুমারঘাট শিল্প নগরীতে রাজ্যের প্রথম ব্যাম্বো ডিপোর শিলান্যাস হয়েছে৷ শিলান্যাস করেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম (টি আই ডি সি)-এর চেয়ারম্যান টিঙ্কু রায়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস, কুমারঘাট বি এ সি’র চেয়ারম্যান, পেঁচারথল বি এ সি’র চেয়ারম্যান, কুমারঘাট প’ায়েত সমিতির চেয়ারম্যান এবং আম্বেদকার নগর গ্রাম প’ায়েতের প্রধান৷ একই সাথে আজ এই শিল্প নগরীতে ব্যাঙ্গালুরুর মেসার্স এ কে এস স্টিফ ব্যাম্বরও উদ্বোধন করেন অতিথিরগণ৷ কুমারঘাট শিল্প নগরীতে ইতিমধ্যেই ছয়টি বাঁশভিত্তিক ইউনিট চালু রয়েছে৷ সেখানে ৫০০ জনের কর্মসংস্থান হয়েছে৷ এই ইউনিটগুলিতে বাঁশের গোলাক’তির শলা, ধূপকাঠির শলা, বিকেট, চারকোল ইত্যাদি উৎপাদিত হচ্ছে৷

প্রস্তাবিত এই বাঁশ ডিপোটি বাঁশ ক্ষেত্রের বিকাশে একটি সুুসংহত পরিকাঠামো রূপে গড়ে উঠবে৷ বাঁশ ডিপোটি এই শিল্প নগরীতে যতগুলি বাঁশভিত্তিক ইউনিট রয়েছে সেগুলির জন্য নিয়মিত কাঁচামাল সরবরাহ সুুনিশ্চিত করবে৷ এতে বাঁশভিত্তিক শিল্প স্থাপনে উদ্যোগী বিশেষ করে বহিঃরাজ্যের উদ্যোগীদের রাজ্যের কাঁচামাল ব্যবহার করে শিল্প স্থাপনের ক্ষেত্রে সুুবিধা হবে৷ এই বাঁশ ডিপো বাঁশভিত্তিক শিল্পের জন্য ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ সুুনিশ্চিত করবে ও আমাদের রাজ্যের প্রত্যন্ত অ’লের বাঁশ সংগ্রহের ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে৷

এক সমীক্ষায় দেখা গেছে রাজ্যে বাঁশ চাষের আওতায় রয়েছে ২ লক্ষ হেক্টর এলাকা যার উৎপাদন ক্ষমতা প্রায় ১.৮৮ লক্ষ মেট্রিকটন৷ তারমধ্যে শিল্পে ব্যবহৃত বাঁশ (ব্যাম্বসা টুলদা)-এর আওতায় রয়েছে প্রায় ১৭,০০০ হেক্টর এলাকা যার বাৎসরিক উৎপাদন ক্ষমতা হচ্ছে ৩৪,০০০ মেট্রিকটন৷ তাছাড়া বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পের আওতায় ব্যাম্বসা টুলদা চাষের উপর অগ্রাধিকার দিয়েছে সরকার৷ ফলে রাজ্যে বাঁশভিত্তিক শিল্প স্থাপনে আগ্রহী উদ্যোগীদের জন্য কাঁচামালের যোগান সুুনিশ্চিত হবে৷ চলতি অর্থ বছরে ইতিমধ্যে ২,২০০ হেক্টর এলাকায় বাঁশ চাষ করা হয়েছে৷ এক্ষেত্রে লক্ষ্যমাত্রা রয়েছে ৩,০০০ হেক্টর এলাকায় বাঁশ চাষ করা৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?