স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। ৮ দফা দাবিতে শনিবার পঞ্চায়েত অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ। এদিন গুর্খাবস্তী স্থীত কার্যালয়ে গিয়ে অধিকর্তার কাছে দাবি সনদ তুলে দেন তারা।
অনুরূপ ভাবে dws-এর চিফইঞ্জিয়ারের এবং আরবান দপ্তরের কাছে দাবি সনদ তুলে দেওয়া হয়। জল সম্পদ দপ্তরে ১৬১৯ জন এবং dws-দপ্তরে ১৮১৯ জন পাম্প অপারেটর রয়েছে। প্রতিমাসে বেতন পান ৪৭০০ টাকা। অন্যদিকে dws প্রকল্পে টাকা দেওয়া হয় ৫১১০ টাকা। দীর্ঘ দিন ধরে সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।
২০১৮-র এপ্রিলের ৬ তারিখ থেকে ২০১৯-এর ১২ মার্চ পর্যন্ত বহুবার দাবি জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোন সুযোগ সুবিধা প্রদান করা হয়নি। পে কমিশনের কোন কিছু পাওয়া যায়নি। ২১ সেপ্টেম্বর বিধানসভা অধিবেশনে কোন পদক্ষেপ নেওয়া হলে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের সভাপতি বিজয় রায়।