স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৯ সেপ্টেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা কারাগারে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করেছে এক কয়েদি। তবে কারাগার কর্মীদের প্রচেষ্টায় অল্পেতে প্রাণে রক্ষা পেয়েছে ওই কয়েদি। তার নাম কার্তিক দাস।
তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারাগারের অন্যান্য কয়েদিদের যন্ত্রনা সহ্য করতে না পেরে সে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।সংবাদ সূত্রে জানা গেছে ধর্মনগর জেলা কারাগারে কত বেশ কিছুদিন ধরে কয়েকজন কয়েদি দাদাগিরি শুরু করে। তাদের দাদাগিরিতে অন্যান্য কয়েদিরা রীতিমতো অতিষ্ঠ হয়ে ওঠে। এসব বিষয় কারাগারের অন্যান্য কয়েদিরা কর্তৃপক্ষের নজরে এনেছেন। কিন্তু তাদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।
অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত কার্তিক দাস নামে এক কয়েদি আত্মহত্যার পথ বেছে নেয়। সংবাদ সূত্রে জানা গেছে স্নান করতে গিয়েই সে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে। তখন ঐ কারাগারের দায়িত্বে থাকা কারারক্ষীরা বিষয়টি দেখে ফেলেন।
সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে কারারক্ষীরা। তাদের প্রচেষ্টায় অল্পেতে প্রাণে বেঁচে গেছে ওই কয়েদি। বর্তমানে কার্তিক দাস নামে ওই কয়েদি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।