স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। অল ইন্ডিয়া ডি এস ও-র পক্ষ থেকে শনিবার উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। কলেজ গুলিতে অন লাইনে ভর্তি প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে প্রথম তালিকা প্রকাশিত হয়েছে।
সেই তালিকায় ছাত্র ছাত্রীদের হোম টাউনের পরিবর্তে দূরবর্তী স্থানের কলেজ গুলিতে স্থান পেয়েছে। এস এম এস করে এই বিষয়ে জানানো হয়েছে। এতে ছাত্র ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কলেজ গুলিতে আসন সংখ্যা সিমীত, শিক্ষক সিক্ষিকা স্বল্প, বিইয়ের অভাব।
এই অভিযোগ তুলে অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে এদিনের ডেপুটেশন প্রদান করে অল ইন্ডিয়া ডি এস ও। একই সঙ্গে চার দফা দাবি সনদ তুলে দেওয়া হয়। এই কর্মসূচীর বিষয়ে জানান অল ইন্ডিয়া ডি এস ও-র রাজ্য সম্পাদক রাম প্রসাদ আচার্য।