স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। সেবা আর দায়িত্ব এই দুইটির মধ্যে সামান্য তফাৎ আছে। এই তফাৎটা যে বুঝতে পারে সেই নেতৃত্ব হতে পারে। যে এই তফাৎটা বুঝতে পারে না। সেই ব্যক্তি কোনদিন নেতৃত্ব হতে পারে না। অহংকার জীবনের পতনের মূল।
অহংকার করলে জীবনে কিছুই করা যায় না। তাই অহংকার না করে দলের নেতৃত্বদের অনুসরণ করে চলতে হবে। শুক্রবার প্রধানমন্ত্রীর ৭০ তম জন্ম দিন উপলক্ষ্যে ৯ বন মালিপুর যুব মোর্চার উদ্যোগে নজরুল কলা ক্ষেত্রে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। এই সেবা সপ্তাহ নিজেদের সন্তুষ্টির জন্য। প্রধানমন্ত্রীর সন্তোষটির জন্য নয়। প্রধানমন্ত্রীকে সন্তষ্ট করার মতো গুন এখনো আমাদের মধ্যে হয়নি।
আমাদের মধ্যে এমন কোন ব্যক্তিত্ব নেই যে বছরে ৩৬৫ দিন দায়িত্বের বাইরে গিয়ে কাজ করছে। সেবা আর দায়িত্বের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে।মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন যদি কোন সরকারী কর্মচারী ছুটির দিনেও কাজ করে তবে তাঁকে সেবা বলা হয়। প্রধানমন্ত্রী ঘড়ি দেখে কাজ করেন না।
শুধু মাত্র শরীর সুস্থ রাখার জন্য রাতে চার ঘণ্টা ঘুমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইদিনের শিবিরের উদ্ধোধনি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা। এইদিনের শিবিরে মোট ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে।