স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগর কালিবাড়ি সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম সুনীল কৃষ্ণ শর্মা।ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই মৃতদেহটি নামিয়ে দেওয়া হয়।
ঝুলন্ত মৃতদেহ নামিয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে।এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়েও নানা প্রশ্ন করতে শুরু করেছে। ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ছুটে গিয়ে কৃষ্ণনগর এলাকার ওই বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।তবে এর পেছনে অন্য কোনো কারণ আত্মগোপন করে রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভবে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগরের কালীবাড়ি এলাকায় মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।