স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। দিন যত গড়াচ্ছে করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ তথ্যই ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরিধান করার ক্ষেত্রে মানুষের মধ্যে উদাসীনতা দিনের পর দিন বাড়ছে।
করুণা ভাইরাস মোকাবেলার জন্য এখনো পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি।সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করায় করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজ্য সরকার এবং প্রশাসনের তরফ থেকে রাজ্যের সর্বস্তরের জনগণের কাছে অনুরোধ জানানো হয়েছে প্রত্যেকে যেন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করে চলাফেরা করেন। এ বিষয়ে বিভিন্ন এলাকায় সচেতনতা তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে প্রশাসন। প্রশাসনের প্রচেষ্টা সত্ত্বেও একাংশের মানুষ প্রশাসনের এ নির্দেশ অমান্য করে চলেছে।জনবহুল এলাকায় এবং রাস্তাঘাট বাজার হাট অফিস-আদালতে মাক্স পড়ে যান করছে না ,সামাজিক দূরত্ব বজায় রাখছে না।
উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করতে বাধ্য করছে।রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় প্রশাসনের তরফ থেকে দুই দিনের বিশেষ অভিযান শুরু করা হয়েছে। যারা মাক্স ব্যবহার করছেন না এবং সামাজিক দূরত্ব বজায় রাখছেন না তাদের আর্থিক জরিমানা করা হচ্ছে।শুক্রবার রাজধানী আগরতলা শহরের বটতলা নাগেরজালা জোহর ব্রিজ জিবি বাজারসহ বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চালানো হয়।
অভিযান চালিয়ে বহু সংখ্যক মানুষের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। শুক্রবার ডিসিএম অনিমেষ ধরে নেতৃত্বে আগরতলা পশ্চিম থানার পুলিশ এবং বটতলা আউট প্রশ্নের পুলিশ এ ধরনের অভিযানের সামিল হয়। আগামী দিনগুলিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিসিএম অনিমেষ ধর জানিয়েছেন।