স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। সম্প্রতি রাজধানীর ধলেস্বর ৫ নং রোড এলাকার এক গৃহবধূ পূর্ব আগরতলা মহিলা থানায় ওনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান। ঐ গৃহবধূর অভিযোগ ওনার স্বামী বিয়ের পর থেকে ওনাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।
এমনকি ওনাকে স্বাধীন ভাবে চলাফেরাও করতে দেন না। শুক্রবার এই ঘটনার তদন্তে নির্যাতিত গৃহবধূর বাড়িতে যান ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী। তিনি কথা বলেন ঐ গৃহবধূর সাথে। সকল ঘটনার বিষয়ে তিনি অবগত হন।
ঐ গৃহবধূকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পড়ে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান নির্যাতনের শিকার হওয়া ঐ গৃহবধূর সাথে রয়েছে মহিলা কমিশন।