<br>
স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন উপলক্ষ্যে প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাজকর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে এক প্রদর্শনীর উদ্বোধন হয়।
প্রদর্শনীতে উপস্থিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রদর্শনী গুলি ঘুরে দেখেন। পরে মুখ্যমন্ত্রী রাজ্যবাসী এবং দলের কার্যকরতাদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রহীতে রাষ্ট্র পরিচালনা করে দুবারের প্রধানমন্ত্রী হয়ে দেশের দায়িত্ব পালন করছেন।
আর সম্পন্ন দুর্নীতি মুক্তভাবে। আর এই দুর্নীতিমুক্ত সরকার দেশকে ১১০ টি স্যাটেলাইট, রাফেল, স্বনির্ভর ভারত দিয়েছে। শুধু তাই নয়, এই করোনা মোকাবিলায় দেশের কাছে কিট ছিল না, এখন দেশ কিট এবং ঔষধ রপ্তানি করছে গোটা বিশ্বকে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী এবং দলের দুর্নীতি মুক্তের কারণে।
আর সেই দিশায় কার্যকর্তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী শ্রী দেব। এদিন তিনি এটাও স্বীকার করে বলেন, রাজ্যের মানুষ জীবন ঝুঁকি নিয়ে কঠোর পরিশ্রম করে শূন্য থেকে আসন ৩৬ টি করে দলকে সরকার গঠন করতে সহযোগিতা করেছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। দলের লক্ষ্য মানুষের সঙ্গে বিশ্বাস যোগ্যতা তৈরি করা।
১৩০ কোটি ভারতবাসীকে একে অপরের প্রতি বিশ্বাস তৈরি করার জায়গায় নিয়ে যেতে হবে। তবেই শক্তিশালী ভারত তৈরি হবে। প্রধানমন্ত্রীর সমস্ত স্বপ্ন পূরণ হবে। শক্তিশালী স্বভিমানী দেশই পারে স্বনির্ভর ও আত্মনির্ভর দেশ গড়তে। প্রধানমন্ত্রী করোনা কালে আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান জানিয়েছেন । কিন্তু তাঁর কাজ শুরু করেছেন বহু আগেই। মেইক ইন ইন্ডিয়ার স্লোগানের সাথে সাথে এর সূচনা করেন।
কেবল মুখে বলেই তিনি শেষ করেন না। তাকে বাস্তবায়িত করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর রাজ্যে যাতে এই জনকল্যাণ মুখী সরকার দীর্ঘ মেয়াদি হয়, সেভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান দলের কার্যকর্তাদের মুখ্যমন্ত্রী। এদিন প্রদর্শনীতে এছাড়াও উপস্থিত ছিলেন, প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।