২৫ গ্রাম হেরোইন সহ এক যুবক আটক চুড়াইবাড়িতে

স্টাফ রিপোর্টার, চুড়াইবাড়ি, ১৮ সেপ্টেম্বর।। আবারো গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার নেশা বিরোধী অভিযান চালিয়ে বিপুল সাফল্য পেলেন। চুড়াইবাড়ি থানাধীন এস টি পাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইন সহ এক যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা এবং ধৃত যুবকের নাম বজরুল হক (৪০)।

বর্তমানের চুরাইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ,উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী যেদিন থেকে উত্তর ত্রিপুরার পুলিশ সুপারের দায়িত্ব হাতে নিয়েছেন।সেই দিন থেকেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

তেমনি আজ গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস সহ বিশাল পুলিশবাহিনী নিয়ে চুরাইবাড়ি থানাধীন এস টি পাড়া এলাকায় নেশা বিরোধী অভিযান চালান। অভিযান চালিয়ে এক যুবকের কাছ থেকে দুই প্যাকেটে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হন। সাথে আটক করা হয় বজরুল হক (৪০) পিতা আব্দুল মজিদ নামের এক যুবককে।

তার বাড়ির পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার বারইগ্রামে। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আড়াই লক্ষাধিক টাকা। বর্তমানে হেরোইনসহ ধৃত নেশা কারবারি চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে।পাশাপাশি চুড়াইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। এ

দিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার যে ডাক দিয়েছিলেন তা বাস্তবায়ন করতে পুলিশ প্রশাসনকে সাধারন জনগন যথেষ্ট সাহায্য করে যাচ্ছেন। আজও উনার কাছে খবর ছিল আসাম থেকে একটি যুবক পায়ে হেঁটে ত্রিপুরা আসম সীমান্তের গভীর জঙ্গল দিয়ে রাজ্যে প্রবেশ করবে। সে খবরের উপর ভিত্তি করে চুরাইবারি থানাধীন এস টি পাড়া সংলগ্ন এলাকায় উৎপেতে বসে থাকেন।

যখন ওই যুবক গভীর জঙ্গল থেকে পায়ে হেঁটে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কে প্রবেশ করে,তখন পুলিশ ও টিএসআর জওয়ানরা ওই যুবককে ধরতে গেলে সে পালাতে চেষ্টা চালায়। যদিও পুলিশ ও টিএসআর জওয়ানরা সেই যুবককে আটক করতে সক্ষম হয়। এমনকি স্থানীয় জনগণও পুলিশ প্রশাসনকে যথেষ্ট সাহায্য করেন বলেও পুলিশ সুপার জানান।

ধৃত যুবককে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে দুই প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। দুই প্যাকেটে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।যার বাজারমূল্য আড়াই লক্ষাধিক টাকা বলেও জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সাথে আটক করা হয় নেশা কারবারি অসময়ে করিমগঞ্জ জেলার বারইগ্রামের বাসিন্দা বজরুলকে।

পুলিশ সুপার জানান, বর্তমানে নেশা কারবারিরা অসম থেকে রাজ্যে গভীর জঙ্গল দিয়ে পায়ে হেঁটে নেশা সামগ্রী পাচারের পন্থা অবলম্বন করছে। তবে আগামী দিনেও নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার। অপরদিকে নেশা কারবারি বজরুল হককে আগামীকাল ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে চুরাইবাড়ি থানার পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?