স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। বিশ্বকর্মা পূজার রাতে আগরতলা থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয়েছে এক ব্যক্তি। আক্রান্ত ব্যক্তির নাম বাবুল ঘোষ। ছুরি দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত করা।
তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার বিবরণে জানা যায় বাবুল ঘোষ নামে এক ব্যক্তি রাজধানী আগরতলা শহর থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। ড্রপ গেট এলাকায় তাকে আটক করে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ছুরির আঘাত এবং মারধরের সে গুরুতরভাবে আহত হয়েছে।
মূল অভিযুক্ত কে চিনতে পেরেছে বলে জানিয়েছে বাবলু ঘোষ। মূল অভিযুক্তের নাম অসীম দত্ত। তার হাতে পিস্তল ছিল বলেও পুলিশকে জানিয়েছে। এ ব্যাপারে অরুন্ধতী নগর থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তারের সংবাদ নেই।
বিশ্বকর্মা পূজার রাতে পিস্তল উঁচিয়ে ছুরিকাহত করার ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করে অভিযুক্তকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে জোরালো দাবি উঠেছে।