স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৬ সেপ্টেম্বর।।বিশালগড় এর বাইপাস রোডে লরির ধাক্কায় এক বাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত লোকের নাম আব্দুল হোসেন। জানাযায় বাইক নিয়ে যাবার সময় ১৮ চাকার লরি তাকে ধাক্কা দেয়। বাইক নিয়ে ছিটকে পড়ে চালক গুরুতর ভাবে আহত হয়।
আহত বাইক চালককে উদ্ধার করে প্রথমে বিশাল কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।পথদুর্ঘটনায় আব্দুল হোসেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য বাইপাস রোড এলাকায় প্রায় প্রতিদিন এই পথ দুর্ঘটনা ঘটে চলেছে।যানবাহনের গতি নিয়ন্ত্রণ এর জন্য পুলিশ এবং ট্রাফিক পুলিশ তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। সে কারণেই দ্রুতবেগে যানবাহন চলাচল করছে এবং দুর্ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে। দুর্ঘটনা রোধে বাইপাস রোডে ট্রাফিক ব্যবস্থা জোরদার করার জন্য দাবি উঠেছে।