স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১৬ সেপ্টেম্বর।। কৈলাসহরের ফুলতলী এলাকায় গণপ্রহারে এক চোর গুরুতরভাবে আহত হয়েছে। অপর দুই চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গণপ্রহারে আহত চোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ফুলতলী এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে কৈলাশহরের ফুলতলী গ্রামের প্রদীপ সিনহার ঘরে চোর ঢুকে। চোরেরা যখন বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন গৃহকর্তা প্রদীপ সিনহা ঘুম থেকে জেগে ওঠেন। গৃহকর্তার চিৎকারে তার স্ত্রী এবং পরিবারের লোকজন রাত জেগে ওঠেন। পরিবারের লোকজন রা একযোগে চিৎকার শুরু করলে প্রতিবেশীরাও ঘুম থেকে জেগে ওঠেন। তারা সুখের পিছু ধাওয়া করেন।
তিনজন চরের মধ্যে একজনকে পাকড়াও করতে সক্ষম হন স্থানীয় লোকজন। গণপ্রহারে ওই চোর গুরুতরভাবে আহত হন। গণপ্রহারে আহত চোর রাস্তায় অর্থ মৃত অবস্থায় পড়ে থাকে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী এবং কৈলাশহর থানা পুলিশ ছুটে এসে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে কৈলাশহর থানার পুলিশ। পালিয়ে যাওয়া দুই চোরকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
বাড়ির মালিক প্রদীপ সিনহা জানান তারা টের পেয়ে যাওয়ায় চোরেরা কোন কিছু নিয়ে যেতে পারেনি। উল্লেখ্য ফুলতলী এলাকায় প্রায় কিছুদিন পরপরই এ ধরনের চুরির ঘটনা ঘটে চলেছে। এসব চুরির ঘটনায় বাংলাদেশ চোরেরা জড়িত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।এলাকায় পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।