ঠিক সময়ে সেই অস্ত্র প্রয়োগ করে প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে

অনলাইন ডেস্ক, ১৬ সেপ্টেম্বর।। গত আইপিএল তাঁর কাছে ছিল বিবর্ণ। বিশেষ করে, ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রহৃত হওয়ার পরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। বেশ কয়েকটি ম্যাচে তাঁকে বাদ দিয়েই দল তৈরি করতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিককে। সেই চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব জানিয়ে দিচ্ছেন, সেই ঘটনা তাঁর কাছে অতীত।

মরুশহরের আইপিএলে তিনি দেখাতে চান স্পিনের ভেল্কি। আর তার জন্য স্পেশ্যাল কিছু ডেলিভারিও তিনি তুলে রেখেছেন।ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “টি-২০ ফর্ম্যাটে সাফল্য পেতে হলে কিছু বিশেষ ধরনের ডেলিভারিকে পকেটে রেখে দিতে হয়। ঠিক সময়ে সেই অস্ত্র প্রয়োগ করে প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে। আমি কিন্তু সেই ডেলিভারিগুলো আপাতত লুকিয়েই রাখছি। ম্যাচ শুরু হলেই কেকেআর ভক্তরা তা দেখতে পাবেন।”আরব আমিরশাহির গরম নিয়ে কমবেশি সমস্ত ক্রিকেটাররাই জানিয়েছেন, অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ছেন। কুলদীপ কিন্তু তা আদৌ অনুভব করছেন না।

তিনি বলেছেন, “এখানকার আবহাওয়া আমার পক্ষে খুবই সুবিধাদায়ক। আমি লকডাউনে যখন বাড়িতে ছিলাম, ওখানেও তো এমনই গরম আর আর্দ্রতা ছিল। ফলে এখানে আমি খুব একটা গরমের ফারাক অনুভব করছি না। বরং প্রত্যেকটা দিন দারুণ উপভোগ করছি। আর যদি উইকেটের কথা বলা হয়, তাহলে বলব এখানকার পিচ সাহায্য করবে স্পিনারদেরই। সেটাকে কাজে লাগাতে হবে প্রথম ম্যাচ থেকেই।”সঙ্গে যোগ করেছেন, “প্রত্যাশার চাপকে মাঠের বাইরে রেখে খেলতে নামব।

সমর্থকদের চাহিদা থাকবে প্রত্যেক ম্যাচেই আমি দুর্দান্ত বোলিং করব। সেটা খুব স্বাভাবিক একটা চাহিদা, তাকে চাপে পরিণত করার তো কারণ নেই। আর শুধু আমি নই, কেকেআর দলের বাকি ক্রিকেটাররাও সেরা ক্রিকেট উপহার দেওয়ার জন্য তৈরি। ফলে আমি কেন নিজেকে তাদের থেকে আলাদা ভাবে থাকতে চাইব!” কুলদীপের উপলব্ধি, “গতবারের আইপিএলটা সত্যিই ভাল যায়নি। তবে সকলকেই এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। সেটা নিয়ে মাথা ঘামাতে গেলে সামনের লক্ষ্যগুলো পূরণ করা যাবে না। আমি সেটা হতে দিতে চাই না।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?