স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। রাত পোহালেই দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। এবছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা যথাযথভাবে মেনে বিশ্বকর্মা পূজা করতে হবে। পশ্চিম জেলার জেলাশাসক এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বিধিনিষেধ আরোপ করেছেন।
পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর শৈলেশ কুমার যাদব বুধবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে তথ্য দিতে গিয়ে জানান সরকারি নির্দেশিকা মেনেই বিশ্বকর্মা পুজো করতে হবে। সরকারি নীতি নির্দেশিকা অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নীতি নির্দেশিকার মধ্যে রয়েছে খোলা জায়গায় মন্ডপ করতে হবে।
অন্যান্য বছরের মতো বিশেষ আলোর ব্যবস্থা করা যাবে। ১০ জনের বেশি দর্শনার্থী একসঙ্গে সমবেত হতে পারবেন না। এক সংক্রান্ত বিধি নিষেধ সম্পর্কে প্রতিটি পুজো কমিটিকে অবগত করা হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে এ ব্যাপারে ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন।
উল্লেখ্য অরুনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যেই পূজা-পার্বণের ক্ষেত্রেও বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবছর শারদীয়া দুর্গাপূজা ধরনের বিধি-নিষেধ আরোপ করা হবে।প্রীতি নিষেধ অমান্য করা হলে পুজো বাতিল করে দেওয়া হবে।