আগামী এক বছরের মধ্যেই গড়ে উঠবে দেশের নতুন সংসদ ভবন

অনলাইন ডেস্ক, ১৬ সেপ্টেম্বর।। আগামী এক বছরের মধ্যেই গড়ে উঠবে দেশের নতুন সংসদ ভবন। এই নতুন সংসদ ভবন তৈরি করতে খরচ পড়বে ৮৬১ কোটি ৯০ লক্ষ টাকা। এই ভবন নির্মাণের বরাত পেয়েছে টাটা প্রোজেক্টস লিমিটেড। নতুন সংসদ ভবন বা পার্লামেন্ট হাউস তৈরির জন্য কেন্দ্র বিভিন্ন সংস্থার কাছ থেকে দরপত্র আহবান করেছিল।

বুধবার ওই দরপত্রগুলি খোলা হয়। সেখানে দেখা যায় যে সবচেয়ে কম টাকায় এই কাজ করতে চেয়েছে টাটা প্রোজেক্টস লিমিটেড। তারা এই নতুন সংসদ ভবন নির্মাণের জন্য ৮৬১ কোটি ৯০ লক্ষ টাকা খরচের কথা বলে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী লারসেন অ্যান্ড টুবরো দরপত্রে ৮৬৫ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছিল।স্বাভাবিকভাবেই টাটা প্রজেক্টস নতুন সংসদ ভবন তৈরির বরাত পেয়েছে। বর্তমান সংসদ ভবনের কাছেই নতুন সংসদ ভবনটি তৈরি হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্লামেন্ট হাউস এস্টেটের প্লট নম্বর ১১৮-য় নতুন ভবনটি গড়ে তোলা হবে। নতুন এই সংসদ ভবন হবে ত্রিকোণাকৃতি। ব্রিটিশ আমলে তৈরি এই সংসদ ভবনটি দেশের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শনগুলির মধ্যে অন্যতম। নতুন সংসদ ভবন তৈরি হয়ে গেলে পুরনো সংসদ ভবনটি রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। উল্লেখ্য, ব্রিটিশ আমলে ১৯২১ সালে বর্তমান সংসদ ভবনটি তৈরি হয়েছিল ওই ভবন তৈরি করতে লেগে ছিল ছয় বছর।

১৯৫৬-য় সংসদ ভবনের আরও দুইটি তলা তৈরি করা হয়।উল্লেখ্য, ২০২২ দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হচ্ছে। তার আগেই এই সংসদ ভবন তৈরি হয়ে যাবে বলে সরকার জানিয়েছে। সেইসঙ্গে বিজয়চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত যে সেন্ট্রাল ভিস্টা তার চেহারাও সম্পূর্ণ বদলে যাবে। সরকারি সচিবালয়, সব মন্ত্রক ও অফিস এক ছাদের তলায় নিয়ে আসা হবে।

নতুন সংসদ ভবন ও কেন্দ্রীয় সচিবালয় মিলিয়ে এমন এক সেন্ট্রাল ভিস্টা তৈরি করা হবে যার ঐতিহ্য আগামী দেড় থেকে ২০০ বছর পর্যন্ত বহাল থাকবে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান সংসদ ভবনটি বয়সজনিত কারণে জীর্ণ হয়ে পড়েছে। আগের তুলনায় সাংসদ সংখ্যাও অনেক বেড়েছে। তাই বর্তমান ভবনে স্থান সংকুলান সম্ভব নয়। সে কারণেই নতুন সংসদ ভবন গড়ে তোলা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?