অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর।। বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার লোকসভায় পাস হলো ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ সংশোধনী বিল। এই বিলের মাধ্যমে সমবায় ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের আওতায় আনা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, এই বিল পাশ করে সরকার রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে। রাজ্যের অধিকার কেড়ে নিতে চাইছে তারা।
[এই বিল পাসের আগে বুধবার একটি সর্বদলীয় বৈঠক ডাকেন স্পিকার ওম বিড়লা। সর্বদলীয় বৈঠকেও বিরোধীরা ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ বিল নিয়ে তীব্র প্রতিবাদ জানান। বিরোধীরা দাবি করেন, এই বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। সিলেক্ট কমিটি এই বিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু নরেন্দ্র মোদি সরকার বিরোধীদের সেই দাবিতে কর্ণপাত করেনি।
বৃহস্পতিবার এই বিল পাস হওয়ার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, সমবায় ব্যাঙ্কগুলিকে কেন্দ্রের অধীনে আনা হচ্ছে না। বিরোধীদের আগে বিষয়টি বুঝতে হবে।সমবায় ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের আওতায় আনা হচ্ছে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আরও জানান, এই বিল কেন্দ্রের অধিকারের মধ্যে পড়ে। যদি সংবিধানের কেন্দ্র ও রাজ্য যৌথ তালিকাভুক্ত বিষয় হত, তবে তাঁরা আগেই বিষয়টি নিয়ে সব রাজ্যের সঙ্গে আলোচনা করতেন।
আপত্তি সত্ত্বেও সরকার বিলটি সিলেক্ট কমিটিতে না পাঠানোয় বিরোধীরা এদিন তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তবে বিরোধীদের আনা কর্মসংস্থান, অর্থনীতি এবং জিএসটির মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকার আলোচনা করতে সম্মত হয়েছে।