স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। রাজ্যের ডিগ্রী কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বাম ছাত্র সংগঠন এসএফআইও এ বিষয়ে গুরুতর অভিযোগ এনেছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বুধবার শিক্ষাভবনে শিক্ষা অধিকর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কলেজগুলোতে ভর্তি জন্য যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় মারাত্মক ভুল ত্রুটি রয়েছে। তালিকায় ভুল ক্রটি থাকার কারণে ছাত্রছাত্রীরা বিরাট সমস্যার সম্মুখীন হয়েছে।অবিলম্বে ভর্তি তালিকা সংশোধন করে সংশোধিত তালিকা দ্রুত প্রকাশ করার জন্য ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে ছাত্র-ছাত্রীরা হতাশায় পড়বে বলে তারা অভিমত ব্যক্ত করেছে।শিক্ষা অধিকর্তা এসব বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছেন।দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে শামল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
তারা অভিযোগ করেছে করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে এমনিতেই ছাত্রছাত্রীরা হতাশায় ভুগছে।এরই মধ্যে ভর্তি তালিকায় ছুটি ছুটি থাকায় তারা আরও জটিল সমস্যার সম্মুখীন হয়েছে।ভর্তি তালিকায় স্বচ্ছতা বজায় রাখার জন্য তারা জানিয়েছে।এবছর কলেজে ভর্তির ক্ষেত্রে কোন ছাত্র-ছাত্রীরাই যাতে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে রাজ্য সরকার এবং উচ্চ শিক্ষা দপ্তরের প্রতি অনুরোধ জানিয়েছে।