স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। পিতৃপক্ষের অবসান এবং মাতৃ পক্ষের আগমন। মহালয়ায় সূচনা হবে মাতৃ পক্ষের। অন্যান্য বছর মহালয়ার ভোররাত থেকে প্রথম ভ্রমণ এ বের হতেন হাজার হাজার মানুষ। দীর্ঘকাল ধরেই এই রীতি নীতি প্রচলিত। প্রকৃতপক্ষে মহালয়ার মধ্য দিয়েই শারদীয় দূর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় থাকে।
ন্তু এবছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে মহালয়ার ভোররাতে পুণ্যার্থীদের প্রাতঃভ্রমণে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সদরের মহকুমা পুলিশ আধিকারিক এক বার্তায় মহালয়ার ভোররাতে প্রাতঃভ্রমণে বের না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।প্রাতঃভ্রমণে বের হলে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন। সে কারণেই প্রাতঃভ্রমণে বের হওয়া থেকে বিরত থাকতে হবে।
সরকারি নীতি নির্দেশিকা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।সরকারি এই নীতি নির্দেশিকা যাদের ফলে স্বাভাবিক কারণেই মহালয়ার ভোররাতে অন্যান্য বছরের মতো এ বছর প্রাতঃভ্রমণ কারীদের যেমন আনাগোনা পরিলক্ষিত হবে না। প্রত্যেককেই ঘরে বসে মহালয়ার আনন্দ উপভোগ করতে হবে।