স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর।। বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু। ঘটনা ধর্মনগর থানা এলাকার টঙ্গীবাড়ী গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে। মৃত ব্যক্তির নাম অভিজিৎ পাল। বয়স ৩৮ বছর। পিতা অমল পাল।
জানা গেছে সে বাড়িতে বিদ্যুৎ লাইন সারাই করার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়। দুপুরে অভিজিৎ -এর মা তাঁকে মাটিয়ে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তখন ছুটে আসে প্রতিবেশীরা। খবর দেওয়া হয় দমকল বাহিনির কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের স্ত্রী সহ এক সন্তান তার শ্বশুরবাড়িতে ছিল বলে জানা গেছে। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।