স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। রাজ্যে কোভিড-১৯ মহামারি সংক্রমণের পরিপ্রেক্ষিতে ’’দ্য ত্রিপুরা এপিডেমিক ডিজিস কোভিড-১৯ রেগুলেশনস, ২০২০’’ প্রণয়ন করা হয়৷ এই আইনের অধীনে মাস্ক/মুখাবরণ পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি সবার জন্য বাধ্যতামূলক করা হয়৷
এই আইন ভঙ্গ করলে আই পি সি (১৮৬০-এর ৪৫) ১৮৮ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে প্রথমবার ধরা পড়লে ২০০ টাকা এবং পরবর্তী বারগুলিতে ৪০০ টাকা করে জরিমানা হবে৷ জনসাধারণকে মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতন করতে স্বাস্থ্য দপ্তর, জেলা/পুলিশ প্রশাসন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন, মাস্ক/মুখাবরণ ব্যবহার না করার অপরাধে জেলা/পুলিশ প্রশাসন বহু লোককে জরিমানা করেছেন৷
প্রশাসনিক এতসব প্রচেষ্টার পরও মাস্ক পরিধান বা সঠিকভাবে পরিধান নিয়ে জনগণের মধ্যে অনীহা পরিলক্ষিত হয়েছে৷এই পরিস্থিতিতে সরকার রাজ্যে আগামী ১৮ এবং ১৯ সেপ্ঢেম্বর, ২০২০ ’’মাস্ক এনফোর্সমেন্ট ডে’’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে৷ তারই অঙ্গ হিসেবে এই দুই দিন বিভিন্ন মিডিয়া, সংস্থা ও সামাজিক কাঠামোর মধ্য দিয়ে মাস্ক/মুখাবরণ ব্যবহার সম্পর্কে সচেতনতামূলক কার্যকলাপ ছাড়াও জেলা/পুলিশ প্রশাসন ’’দ্য ত্রিপুরা এপিডেমিক ডিজিস, কোভিড-১৯ রেগুলেশনস, ২০২০’’ কঠোরভাবে কার্যকর করবে৷
ফলে নিয়ম উল্লঙ্ঘনকারীদের জরিমানা করা হবে এবং আইনগত ব্যবস্থাও নেওয়া হবে৷ জেলা প্রশাসন প্রয়োজনীয় সংখ্যক যৌথ ফ্লাইং স্কোয়াড তৈরি করবে, যেগুলি সংশ্লিষ্ট রেগুলেশনটি কঠোরভাবে বলবৎ করার জন্য তৎপর থাকবে৷ আজ ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এক আদেশে এই সংবাদটি জানানো হয়৷