বহু মানুষ মাস্ক ব্যবহার করছেন না, সামাজিক দূরত্বমানা হচ্ছেনা, ফলে সংক্রমণ ছড়াচ্ছে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে প্রধান কারণ হিসেবে সামাজিক দূরত্ব না মেনে চলার কথা বলেছে কেন্দ্রীয় টিম৷ তাছাড়া কেন্দ্রীয় বিশেষজ্ঞ টিমের দাবী রাজ্যে মাস্ক ব্যবহার না করার প্রবণতাও অনেক বেশী৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ কেন্দ্রীয় টিমের এই মন্তব্যের কথা বুধবার সাংবাদিকদের জানিয়েছেন৷ রাজ্যের কোভিড পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় টিমের প্রতিনিধি ডা. ডি পান্না, ডা. সত্যজিৎ সেন এবং ডা. পি কে ভার্মা এই তিনজন বিশেষ’ চিকিৎসকের দল বর্তমানে রাজ্যে অবস্থান করছেন৷

গত ১০ সেপ্ঢেম্বর থেকে কেন্দ্রীয় দলটি জি বি, আই জি এম, হাঁপানিয়া কোভিড কেয়ার সেন্টার, ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার, এডি নগর, উত্তর জেলা, ঊনকোটি জেলা এবং খোয়াই জেলার বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার ও হাসপাতাল পরিদর্শন করেছেন৷ আজ গোমতী ও সিপাহীজলা জেলা তারা পরিদর্শন করেছেন৷ আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে সফররত কেন্দ্রীয় চিকিৎসকদলটির প্রাথমিক পর্যবেক্ষণের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ সফরকারি দলের প্রাথমিক পর্যবেক্ষণে রয়েছে অনেক জায়গায় বহু মানুষ মাস্ক ব্যবহার করছেন না৷

ফলে এর থেকে সংক্রমণ ছড়াচ্ছে৷ দ্বিতীয়ত সামাজিক দূরত্ব যথাযথভাবে মানা হচ্ছেনা বলে প্রাথমিক পর্যবেক্ষণে বলা হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, মৃত্যুর হার বৃদ্ধির জন্য মূলতঃ সংকটাপন্ন হয়ে যথাযথ চিকিৎসা পরিষেবার সুুযোগ গ্রহণ করার প্রবণতা বেশি দায়ি অথচ তখন আর চিকিৎসার সুুযোগ তেমন থাকে না, যা কেন্দ্রীয় সফরকারী দলের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে৷ সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, রাজ্যে বর্তমানে সুুস্থতার হার ৬৩.১৪ শতাংশ৷

কোভিড আক্রান্ত ১১২ জন গর্ভবতী মহিলা এবং ’রোগের সমস্যা জনিত রোগীর চিকিৎসা করা হয়েছে এবং সন্তান প্রসব হয়েছে৷ এরমধ্যে ১১০ জনই সুুস্থ হয়ে উঠেছেন৷ শিক্ষামন্ত্রী জানান, আগামী ১৮ এবং ১৯ সেপ্ঢেম্বর রাজ্য জড়ে মাস্ক পড়ার ক্ষেত্রে বিশেষ অভিযান চালানো হবে৷ প্রয়োজনে ফাইনও করা হবে৷তিনি জানান, গত ২৪ মার্চ থেকে ১৪ সেপ্ঢেম্বর পর্যন্ত লকডাউন ও কার্ফু আইন অমান্য করার দায়ে ১০,৫৬০ জনকে প্রেপ্তার করা হয়েছে৷

৫২৬টি বিভিন্ন ধরণের যানবাহন আটক করা হয়েছে৷ এছাড়া জরিমানা বাবদ ২ কোটি ৫৭ লক্ষ ৪৫ হাজার ৪৫৫ টাকা আদায় হয়েছে৷ গত ২৯ জন থেকে ১৫ সেপ্ঢেম্বর পর্যন্ত মাস্ক না পড়ার জন্য ফাইন আদায় হয়েছে ১৮ লক্ষ ৮৬ হাজার ৮০০ টাকা৷ এক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে ২,০৫১ জনকে৷ আসন্ন বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ প্রশাসনের পক্ষ থেকে আরোপ করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?