অনলাইন ডেস্ক, ১৬ সেপ্টেম্বর।। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুশীলন শুরু হওয়ার পরেই কমবেশি সমস্ত দলের তরফে বলা হয়েছিল, গরমই সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে চলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের তারকা এবি ডিভিলিয়ার্সও বলে দিলেন, মাঠে তাঁকে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে গরমের বিরুদ্ধেই।আরসিবির অফিসিয়াল টুইটারে প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বলেছেন, “সত্যি বলতে, আমি এধরনের পরিবেশে খেলতে আদৌ অভ্যস্ত নই।
এখানকার গরমটা ভয়ঙ্কর। মনে আছে একবার জুলাই মাসে চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিলাম। ওই ম্যাচে বীরেন্দ্র সেহবাগ ট্রিপল সেঞ্চুরি করেছিল। মাঠে বোধহয় সবচেয়ে বেশি গরম লেগেছিল আমার। ওই পরিবেশটা আমার কাছে আতঙ্ক হয়ে গিয়েছিল।”এবি আরও বলেন, “চেন্নাইয়ের ওই গরম এবং আর্দ্রতার সঙ্গে এখানকার পরিবেশের অনেক সাদৃশ্য রয়েছে। রাত দশটা পর্যন্ত সেই ভাবটা থাকে।
এখানে আসার পরে আমি দুবাইয়ের গত কয়েক মাসের আবহাওয়ার ধরনটা দেখছিলাম। দেখলাম, তার চেয়ে এখন অবস্থার সামান্য হলেও উন্নতি হয়েছে। তবে তাকে মেনে নিয়েই খেলতে হবে। আমি তো মনে করি ম্যাচে সবচেয়ে কঠিন হয়ে দাঁড়াবে শেষ পাঁচ ওভার। ওই সময়ে যে দলের শক্তি এবং উদ্যম বেশি থাকবে, তারা ম্যাচে এগিয়ে থাকবে। বোলারদের ওই সময়ে কঠিন পরীক্ষা দিতে হবে।”বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এবার আইপিএল না খেলতে পারার আক্ষেপ রয়েছে ডিভিলিয়ার্সের।
তিনি বলেছেন, “নিঃসন্দেহে মাঠ ভর্তি দর্শক আমাদের লড়াই করতে শক্তি জোগায়। করোনা অতিমারির কারণে এবার ভারতে হলই না আইপিএল। দর্শকরা মাঠে এসে খেলা দেখা থেকে বঞ্চিত হলেন। তবে তার পরেও যে আবার ক্রিকেট নিজের জায়গায় ফিরে এসেছে, সেটাই আমাদের সকলের কাছেই দারণ একটা পাওয়া।
আর অনেকে ফাঁকা মাঠে কী ভাবে খেলবেন ক্রিকেটাররা তা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু আমি এমন পরিবেশে খেলতে অভ্যস্ত। অনেক ম্যাচ ফাঁকা স্টেডিয়ামেই খেলেছি আমি। কাজেই সেটা নিয়ে তেমন কোনও সমস্যা হবে না। আর এখন যে পরিস্থিতি, তাতে দর্শকদের মাঠে এসে খেলা দেখার কোনও প্রশ্নই ওঠে না।”